Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গল্প নয় সর্তি
ডাউনলোড

“খানপুর মহিলা সমবায় সমিতির সফলতার কাহিনী”

সেই ৩০ বছর আগের কথা। বাংলাদেশ ও ভারত সীমান্তের গা ঘেষা একটি গ্রাম দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রামটির নাম খানপুর। সেই সময় এই গ্রামের মানুষেরা দু বেলা দু মুঠো ভাত পেত না। বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল গ্রামটি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এই মৌলিক চাহিদা গুলি থেকে বঞ্চিত ছিল গ্রামের বেশি ভাগ মানুষ। ১৯৮৬ সালে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের ব্যবহার এর ব্যাপক প্রচার ছিল না। তখন গ্রামের মানুষ জানতো না,  কিভাবে নিজের জীবন যাত্রার মান উন্নয়ন করা যায় এবং মৌলিক চাহিদা গুলো পুরনে পরামর্শ পাওয়া যায়। মহিলাদের উন্নয়ন তো দুরের কথা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দিনাজপুর সদর এর গ্রামীণ মহিলা সমবায়ের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রন জোরদার করন প্রকল্প বর্তমানে মহিলা উন্নয়ন অনুবিভাগের মাঠ সংগঠক ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার পরামর্শে ০৪/১১/১৯৮৬ ইং তারিখে সমিতিটি গঠিত হয়, যাহার রেজি: নং-৩৯, তাং-০১/০২/১৯৮৭ ইং। সমিতি গঠনের পর সদস্যারা সাপ্তাহিক সভার মাধ্যমে প্রতি সপ্তাহে মাত্র ২/- টাকা হিসাবে সঞ্চয় জমার মাধ্যমে  মূলধন গঠন করতে শুরু করে। সদস্যারা সাপ্তাহিক সভার মাধ্যমে নিজেদের সুখ, দু:খ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করতে মাঠ সংগঠকের পরামর্শ গ্রহন করে। বি.আর.ডি.বি’র সহযোগীতায় সদস্যারা বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে যেমন খাদ্য ও পুষ্টি, পরিবার পরিকল্পনা, কৃষি পরামর্শ, বিশুদ্ধ পানির জন্য নলকুপ স্থাপন, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, ছেলে ও মেয়েকে শিক্ষিত করে গড়ে তোলা, বৃক্ষরোপন, প্রকল্প অনুযায়ী ঋণের সুষ্ঠ ব্যবহার, পুঁজি গঠন, আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষন গ্রহন করে। যার ফলে সদস্যাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ৪১ জন। সদস্যাদের নিজস্ব মূলধনের পরিমান ৫.০০ লক্ষটাকা যা মাথা পিছু মূলধনের পরিমান .১২ লক্ষটাকা। সমিতিটি শুরু থেকে এখন পর্যন্ত মোট ২৬ বার ঋণ গ্রহন করে যার পরিমান ৯১.০০ লক্ষ টাকা এবং প্রত্যেক বৎসর নিদিষ্ট সময়ের মধ্যে ঋন পরিশোধ করে। সমিতির সদস্যাদের ১ম ঋণ গ্রহনের পরিমান ছিল ৫০০/- টাকা।  বর্তমানে তার পরিমান দাড়িয়েছে .৪৬ লক্ষ টাকায়। সদস্যারা গরু মোটাতাজাকরন প্রকল্পে ঋণ গ্রহন করে এবং এর সঠিক ব্যবহার করে। সমিতিটি সমবায় নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। সমিতির অডিট, এজিএম, নির্বাচন নিদিষ্ট সময়ে সম্পন্ন করা হয়। খানপুর মহিলা সমবায় সমিতির সদস্যারা অত্র এলাকার উন্নয়নের লক্ষ্যে গ্রামের অন্যান্য মহিলাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলছে। মহিলাদের মধ্যে জন সচেতনতা সৃষ্টি হয়েছে। বাল্য বিবাহ রোধ, জন সংখ্যা নিয়ন্ত্রন, খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বান্থ্য সম্মত পায়খানা  ব্যবহার, বিশুদ্ধ পানির জন্য নলকুপ, নারী নির্যাতন রোধ ও যৌতুক প্রথা নির্মুল, সামাজিক নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহনে নারীর অধিকার ইত্যাদি বিষয়ে মহিলারা একযোগে কাজ করে এগিয়ে যাচ্ছে। মহিলাদের উন্নয়নে তৎপর হওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের পাশাপাশি বি.আর.ডি.বি’র মহিলা উন্নয়ন অনুবিভাগ মহিলাদের অগ্রগতির লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করছে। মহিলাদের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন, সমগ্র বাঙ্গালী জাতির উন্নয়ন।